এবার পুরুলিয়ার জঙ্গলে বাঘিনীর আতঙ্ক, চলছে বনদপ্তরের বিশেষ অভিযান

বাঘিনী ধরতে বনদপ্তরের পক্ষ থেকে চলছে তৎপরতা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
tigerr edit.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রামের পর এবার বাঘের আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়ার বান্দোয়ানে। গত শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার কাঁকড়াঝোড় জঙ্গল থেকে একটি বাঘিনী প্রবেশ করে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে। শেষ খবর অনুযায়ী, বাঘিনীটি বান্দোয়ান থানার রাইকা পাহাড়ের জঙ্গলে অবস্থান করছে।  

জানা গেছে, ১৫ ডিসেম্বর ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে পালিয়ে আসে এই বাঘিনী। ঝাড়খণ্ডের গোটাশীলা পাহাড় পেরিয়ে বাংলার জঙ্গলে ঢুকে পড়ে সে। এরপর থেকেই জঙ্গল সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

royal-bengal-tiger-joynagar_480x480

বাঘিনী ধরতে বনদপ্তরের পক্ষ থেকে চলছে তৎপরতা। বিশেষ দল সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে এসে পুরুলিয়ার বনদপ্তরের সহযোগিতায় অভিযান চালাচ্ছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দুটি বিশেষ টিমও যুক্ত হয়েছে এই অভিযানে। এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে ঘুরে বাঘিনীর অবস্থান নিশ্চিত করার চেষ্টা চলছে।  

এদিকে, জঙ্গল সংলগ্ন গ্রামের মানুষদের সতর্ক করা হয়েছে। বনদপ্তর ও পুলিশ প্রশাসন এলাকায় টহল দিচ্ছে এবং গ্রামবাসীদের নিরাপদে থাকতে নির্দেশ দিচ্ছে। বাঘিনীকে ধরা ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

WhatsApp Image 2024-12-23 at 09.32.54