ফের সক্রিয় রাজ্য সরকার, সরিয়ে দেওয়া হল বিরুপাক্ষ বিশ্বাসকে

বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সরিয়ে দিল স্বাস্থ্য ভবন।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
Birupakha-Biswas

File Picture

নিজস্ব সংবাদদাতা: মানুষের ইচ্ছা শক্তির কাছে কি তবে মাথানত করছে রাজ্য সরকার? একে একে ধীরে ধীরে জুনিয়র চিকিৎসকদের ইচ্ছাই কি তবে মান্যতা দিচ্ছে রাজ্য? এখন এই প্রশ্ন গুলোই জোরদার হচ্ছে। কেননা ফের ব্যবস্থা নিল স্বাস্থ্য ভবন। বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সরিয়ে দিল স্বাস্থ্য ভবন।

আরও পড়ুন, https://www.anmnews.in/kolkata/bengal-stands-for-the-safety-of-women-posts-tmc-6948226

বর্ধমান মেডিকেল কলেজ থেকে সরিয়ে দেওয়া হল কাকদ্বীপ মেডিকেলে। এই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষর বিরুদ্ধেও দাদাগিরির একাধিক অভিযোগ এই বিরূপাক্ষ বিশ্বাসই ঘটনার দিন অর্থাৎ ৯ তারিখ ঘটনাস্থলেই হাজির ছিলেন। অথচ তিনি বলেছিলেন, সে আরজি করে ঘটনা দিন থাকলেও, ঘটনাস্থলে জাননি। ঘটনাস্থল সম্পূর্ণ ঘেরা ছিল। তবে তা বিশ্বাসযোগ্য হয়নি কারোর কাছেই। কেননা ভাইরাল ভিডিওতে দেখা মিলেছিল তাঁর। আর সেই ভিডিও ছিল সেই সেমিনার হলেরই। তাই তাঁকে নিয়ে বিতর্ক শুরু হয় ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই।

birupaksha
File Picture

এই বিরূপাক্ষ বিশ্বাস সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছিল। তাই ঘটনার কথা যে তিনি জানবেন, এমনটা মনে করছেন অনেকেই। ফলস্বরূপ, সন্দীপকে সাসপেন্ডের ২৪ ঘন্টার মধ্যে এবার থ্রেট কালচারে অভিযুক্ত বিরূপাক্ষ বিশ্বাসকেও সরিয়ে দিল স্বাস্থ্য ভবন।  

Adddd