নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ কেবল নজরদারি নয়, এবার ড্রোনের মাধ্যমে ঘোষণাও করা যাবে। এই রাজ্যে এই প্রথম প্রথম ঘোষক ড্রোনের উদ্বোধন হলো পশ্চিম মেদিনীপুর জেলায়। যার আনুষ্ঠানিক উদ্ধোধনও করে এ ডি জি ওয়েস্টার্ন জোন। জানা গিয়েছে যে, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এই ড্রোনের উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার ধৃতিমান সরকার ছাড়াও অনান্য পুলিশ কর্তারা।
এই প্রসঙ্গে পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, '' যখন বড় কোনও জমায়েত হয়, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর পাশাপাশি মানুষকে সতর্ক করার জন্য এটি ব্যবহার করা যেতে পারে। প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেও আমরা এই ড্রোন ব্যবহার করে মানুষকে আরো সতর্ক করতে পারি। গত ছ মাস ধরে স্থানীয় স্তরে গবেষণার পর আমরা এটা তৈরি করেছি। আগে কোথাও বিক্ষোভ হাটাতে কিংবা গন্ডগোল এড়াতে হ্যাণ্ডমাইক নিয়ে জরুরী বিষয়গুলি ঘোষণা করতেন পুলিশ আধিকারিকরা। এ বার ভিড়ের মধ্যে ড্রোন পাঠিয়ে নজরদারি চালানোর পাশাপাশি জমায়েত থেকে সরে যাওয়ার ঘোষণাও করতে পারবে পুলিশ। ওয়াকিটকির মাধ্যমে বার্তা পাঠাবেন পুলিশ আধিকারিকরা। আর সেই বার্তা ড্রোনের মাধ্যমে পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে। ''