জেলাতেও দেখা গেল ‘দ্রোহ উৎসব’, ডাক্তারদের সঙ্গী হলেন স্থানীয়রা

এই আন্দোলন চলবে বলে চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bghyjjiu

File Picture

নিজস্ব সংবাদদাতা: রেড রোডের কার্নিভালের পাশেই খানিকটা গা লাগোয়া অবস্থাতেই তিলোত্তমার বুকে তিলোত্তমার জন্যেই হয়ে গেল দ্রোহের কার্নিভাল। আদালতের সম্মতি নিয়েই সেই কার্নিভাল ঘিরে নামলো জনজোয়ার। তবে এই কার্নিভাল শুধু কলকাতাতেই ছিল না, ছিল গোটা রাজ্য জুড়েই। সিনিয়র ডাক্তারদের নির্দেশই ছিল, প্রত্যেকে নিজের নিজের জেলায় দেখাবে এই দ্রোহ উৎসব কর্মসূচী।

মেডিক্যাল পরিষেবায় স্বচ্ছতা আনতে ১০ দফা দাবি সহ আর জি করের ন্যায় বিচারের দাবিতে দ্রোহ উৎসব কর্মসূচি পালন করলো চিকিৎসকরা। এদিন একটি মিছিল রায়গঞ্জ মেডিক্যালের জরুরি বিভাগ থেকে বেরিয়ে রায়গঞ্জের ঘড়ি মোড় পর্যন্ত যায়। এরপর সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। 

byyju78

চিকিৎসকদের দাবি, যেখানে চিকিৎসকরা অনশনরত অবস্থায় রয়েছে সেখানে কার্নিভাল উৎসবের আয়োজন একেবারে নিন্দনীয়। এছাড়া যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে তা ভীষণই সন্দেহজনক। তাই যতক্ষণ ন্যায় বিচার না পাওয়া যায় ততদিন এই আন্দোলন চলবে বলে চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়।

byjiuki