নিজস্ব সংবাদদাতাঃ শীত যেন থেকেও নেই উত্তরবঙ্গে। দিনের তাপমাত্রা গত কয়েকদিন ধরে বেড়ে চলেছে। দিনের তাপমাত্রা এতটাই বাড়ছে যে, রাতের তাপমাত্রার পতন তেমনভাবে হচ্ছে না। আবহাওয়া দফতরের তথ্য বলছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টি বা তুষারপাত হতে পারে। বৃষ্টি বা তুষারপাত হতে পারে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন দুয়েক উত্তর বঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।