নিজস্ব সংবাদদাতাঃ আজ ১৬ ই জানুয়ারি, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, আজকে বাতাসে গতিবেগের পরিমাণ আছে প্রতি ঘণ্টায় ১১ কিলোমিটার। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৭৪ শতাংশ। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১৩ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও, আজ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ আছে ১০১৯.০ মেগাবাইট। আজ বাতাসে দৃশ্যমানতার পরিমাণ হল ১.২১ কিলোমিটার। এছাড়াও, আজ সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ আছে কম। আজকে বাতাসে বায়ুর সূচকের মাত্রা দাঁঁড়িয়েছে ৩২০ , অর্থাৎ আজ বায়ুতে দূষণের মাত্রা তীব্রতর হয়েছে। কলকাতার আবহাওয়া সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।
জানা গিয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার কারণে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও, আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে যে, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদেও ঘন কুয়াশার চাদর পরিলক্ষিত হচ্ছে। এ ক্ষেত্রে আরও উল্লেখ্য যে, আগামী শনিবার রাজ্যে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। এর ফলে শীতের মাত্রা তুলনামূলকভাবে কমেছে। তবে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতাও কমেছে।