নিজস্ব সংবাদদাতাঃ আজ ৬ই ডিসেম্বর, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রী সেলসিয়াস। বঙ্গে হালকা শীতের আমেজ ইতিমধ্যেই এসে পড়েছে। সকালের দিকে বেশ শীতভাব অনুভূত হয়। এছাড়াও, মাঝরাত থেকেও শীতের তীব্রতা বাড়তে থাকে।
হাওয়া অফিস জানিয়েছে, ৬-৯ ডিসেম্বর পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। উত্তর দিনাজপুর এবং মালদা জেলায় ৯ ডিসেম্বর হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, আজকে বাতাসে গতিবেগের পরিমাণ আছে প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৬৪ শতাংশ। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১৪ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও, আজ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ আছে ১০১৪.২ মেগাবাইট। আজ বাতাসে দৃশ্যমানতার পরিমাণ হল ৩.২২ কিলোমিটার। আজ সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ আছে কম। আজকে বাতাসে বায়ুর সূচকের মাত্রা দাঁঁড়িয়েছে ৩২২, অর্থাৎ আজ বায়ুতে দূষণের মাত্রা তীব্রতর হয়েছে।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল ৫ই ডিসেম্বর, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও, আজকে কলকাতার আবহাওয়া সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।