নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর অঞ্চলের দুর্লভচক, দক্ষিণ ভাঙাবাঁধ ও রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা পাকা রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিল। দীর্ঘ ১৬ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা। প্রতি বছর বর্ষা এলে চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকার মানুষকে।
এই বিষয় নিয়ে গ্রামের মানুষ এলাকার পঞ্চায়েত প্রধান, বিডিওসহ জেলার জেলাশাসককে লিখিত আকারে জানিয়েছে। তাতেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ তাদের। তাই বাধ্য হয়ে এলাকার মানুষ ভোট বয়কটের ডাক দিয়েছে। প্রশাসন রাস্তা তৈরির লিখিত প্রতিশ্রুতি দিলে তবেই তারা ভোটাধিকার প্রয়োগ করবে বলে হুঁশিয়ারি দেয়।
অপরদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান জগন্নাথ মূলা এই বয়কটের দাবির পাল্টা উত্তর দিয়েছেন।