হরি ঘোষ, দুর্গাপুর: ভয় পেয়ে দু’বছর কেটে গেলেও দুর্গাপুর নগর নিগমে নির্বাচন করছে না তৃণমূল। রাস্তা বেহাল, জল মেলেনা, মেলেনা আবাসের বাড়ি। এলাকা পরিষ্কার পরিছন্ন হয়না। নেই স্ট্রিট লাইট। সরকারী সুযোগ সুবিধা থেকে দুর্গাপুরের ৪৩টি ওয়ার্ডের নাগরিকরা বঞ্চিত। প্রতিবাদে দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো অফিস ঘেরাও করে বিক্ষোভ সিপিআইএম কর্মী সমর্থকদের।
বহুবার আবেদন নিবেদন করেছেন তারা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন দুর্গাপুর নগর নিগমের বর্তমান প্রশাসক মন্ডলীর সবকটাই অপর্দাথ, তা সত্ত্বেও ভোট হচ্ছে না, আর এর ফল সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে বলে অভিযোগ সিপিআইএম নেতৃত্বের।
/anm-bengali/media/post_attachments/52504f7b-143.png)
দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো অফিস ঘেরাও কর্মসূচির খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো অফিসের আধিকারিকদের হাতে। যদি এরপরও একই ধারা জারি থাকে বলে জানা যাচ্ছে।