নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বর্তমান প্রজন্ম তথা যুব সমাজের মধ্যে অপসংস্কৃতির ছায়া ক্রমশ গ্রাস করছে। বিভিন্ন তামাক ও তামাকজাত দ্রব্যের নেশায় আচ্ছন্ন হয়ে পড়ছে এই প্রজন্মের যুব সমাজ ও ছাত্র সমাজ। যৌবনের প্রাক মুহুর্ত থেকেই নেশায় আচ্ছন্ন হয়ে পড়ছে তারা। বিভিন্ন দোকানে ও ফোন মারফত বিভিন্ন নেশাজাত দ্রব্য দ্রুত পৌছে যাচ্ছে এই প্রজন্মের হাতে। আর তার বেশিরভাগটাই স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের হাতে যাচ্ছে।
চরম নেশাগ্রস্ত হওয়ার ফলে একদিকে যেমন তারা বিভিন্ন অসুখে আক্রান্ত হচ্ছেন আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নিষ্পাপ প্রাণও চলে যাচ্ছে। তাই তামাকজাত দ্রব্য সেবন করলে কী কী ক্ষতি হতে পারে সেই বিষয়ে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে বৃহস্পতিবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুর রুরাল হাসপাতালের উদ্যোগে বাকড়া শ্যামা স্মৃতি বিদ্যাপীঠ ও ছাতিনাশোল এসি হাইস্কুলে অনুষ্ঠিত হল সচেতনতা শিবির। আজকের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর রুরাল হাসপাতালের এমো ডঃ আকাশ রঞ্জন মাহাত, স্বাস্থ্য দফতরের অন্যান্য কর্মীরা ও স্কুলের শিক্ষক-শিক্ষকারা।