‘নো বোনাস, নো ওয়ার্ক’, পুজোর আগে জানিয়ে দিলেন হাসপাতালের ঠিকা কর্মীরা

কারও বা কর্মজীবন ২০ বছর কারও বা আবার ৮ বছর। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
gnhjkiu

File Picture

নিজস্ব সংবাদদাতা: সারা বছর ধরে কাজ করে আশা ছিল পুজোয় বোনাস পেয়ে পরিবারের সদস্যদের হাতে তুলে দেবেন নতুন বস্ত্র। কিন্তু বোনাস না পেয়ে পুজোর আগে মন ভারাক্রান্ত হয়ে গেল কর্মীদের। আর সেই দুঃখে এবার বিক্ষোভ দেখালো হাসপাতালের ঠিকা কর্মীরা।

ঘটনাটি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের। এদিন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের সুপারের চেম্বারের ঠিক সামনে বসে বোনাসের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন হাসপাতালে কর্মরত ঠিকা কর্মীরা। জানা গেছে দীর্ঘদিন ধরে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে কাজ করে আসছেন ঠিকা কর্মীরা। কারও বা কর্মজীবন ২০ বছর কারও বা আবার ৮ বছর। 

jhmhjkiuo9

কিন্তু প্রতিবছর পুজোয় বোনাস পেলেও এবছর হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জেরে বোনাস মিলছে না এমনটাই দাবি ঠিকা কর্মীদের। তাই এদিন তারা বিক্ষোভ দেখান। তবে পুজোর আগে যদি কর্মীরা বোনাস না পান তবে কর্মবিরতি পালনের চিন্তা ভাবনা রয়েছে বলেও জানান তারা।

এদিকে হাসপাতালে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশও। যদিও এদিন হাসপাতালে সুপার না থাকায় এবং ফোন করা হলেও তিনি ফোন না ধরায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।