হরি ঘোষ, দুর্গাপুর: গবেষণাগারে পরীক্ষার সময় বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিলেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক (৬৪)। এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লির সফদর জং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সোমবার তাঁর মৃত্যু হয়। এনআইটি সূত্রে খবর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ুয়াদের নিয়ে থার্মিট ওয়েল্ডিং নিয়ে গবেষণার কাজ চলছিল। তখনই সেটি ব্লাস্ট করে যায়। সেখানে থাকা কেমিক্যাল ছিটকে ঝলসে যান সিটি সেন্টারের রিকল পার্কের বাসিন্দা ওই অধ্যাপক এবং আসানসোলের বাসিন্দা এক ছাত্র।
/anm-bengali/media/media_files/2025/04/22/upIgV9cOrmshx3uLEPAx.jpeg)
প্রথমে দু'জনকেই দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রের শারীরিক অবস্থার উন্নতি হলেও অধ্যাপকের অবস্থার অবনতি হতে থাকে। তাঁর শরীরের প্রায় ৯০ শতাংশ ঝলসে গিয়েছিল। আর তারপরেই তাকে দিল্লির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও কীভাবে ঘটনা ঘটলো তা খতিয়ে দেখবে বলে জানান এনআইটি কর্তৃপক্ষ।