নিজস্ব সংবাদদাতা : রাহুল গান্ধী যেভাবে কংগ্রেসকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ঠিক সেইভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তৃণমূলের পতনের জন্য যথেষ্ট, ঠিক এই ভাষাতেই দুই দলের নেতার তুলনা করলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। প্রসঙ্গত, শুরু হয়েছে তৃণমূলের নবজোয়ার যাত্রা। পঞ্চায়েত নির্বাচনে আগে জনসংযোগ করতেই এই যাত্রার সূচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশীথ গড় থেকেই শুরু হয় তৃণমূলের নয়া কর্মসূচি। তার ওপর গোঁসানিমারি হাইস্কুলের মাঠে এবং মাথাভাঙা কলেজে তৃণমূলের 'গ্রাম বাংলার মতামত'গ্রহণের কর্মসূচির আয়োজন করা হলে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক কোন্দলের চিত্র উঠে আসে। ব্যালট বাক্স নিয়ে কাড়াকাড়ি, দু'পক্ষের মধ্যে হাতাহাতি, ব্যালট পেপার ছিঁড়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। আর তা নিয়েই সুর চড়িয়েছেন নিশীথ।