নিজস্ব সংবাদদাতা: আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে কোচবিহারে। অথচ তার আগেই উত্তেজনা ছড়াল দিনহাটায়। পরিস্থিতি এতোটায় জটিল হল যে, নিশীথ প্রামাণিকের দিকে তেড়ে গেলেন উদয়ন গুহ। হাতাহাতি চলল উভয় দলের কর্মী সমর্থকদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাথা ফাটল এসডিপিও-র।
/anm-bengali/media/media_files/I6V7hoayl9NRWd65DUTP.png)
গতকালের এমন অবস্থার পর পেরিয়েছে বেশ কিছু ঘন্টা। আজ সকাল থেকে থমথমে দিনহাটার বিস্তৃর্ণ এলাকা। এমনই বাতাবরণে আজ থেকে শুরু হচ্ছে মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন। অথচ আজই দিনহাটা জুড়ে ২৪ ঘন্টার বন্ধের ডাক দিয়েছে তৃণমূল। পালটা প্রতিবাদী মিছিল বের করার কথা বলেছে বিজেপি। স্বাভাবিক ভাবেই দুই দলের এই বাকবিতন্ডা প্রভাব ফেলতে শুরু করেছে এরাজ্যের ভোট মরশুমে। যা ভোটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেই দিচ্ছে।
/anm-bengali/media/media_files/ml56oxIO3a5vLQ3IYuoU.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)