নির্মল হৃদয় আশ্রমের 'গুড ফ্রাইডে'

দুপুরে মেদিনীপুর (Medinipur) চার্চ (church) স্কুলের গীর্জা ঘর থেকে একটি পদযাত্রা বের হয়ে এলাকা পরিক্রমা করে। পরে সুসজ্জিত গীর্জা ঘরে প্রভু যীশু খ্রীষ্টের স্মরণে বিশ্ব শান্তির উদ্দেশ্যে প্রার্থনা করেন সমস্ত খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরা।

author-image
Pallabi Sanyal
New Update
good friday

যিশু খ্রিষ্টের ( Jesus Christ) ক্র‌ুসবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধিমন্দির থেকে তাঁর পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসব

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : 'গুড ফ্রাইডে'(Good Friday) মূলত খ্রিষ্টান সম্প্রদায়ের দ্বারা পালিত একটি ধর্মীয় উৎসবের দিন। এই উৎসবের অন্য নাম হোলি ফ্রাইডে বা গ্রেট ফ্রাইডে। কেউ কেউ একে ব্ল্যাক ফ্রাইডেও বলে থাকেন। খৃষ্টীয় ধর্ম বিশ্বাস অনুযায়ী যিশু খ্রিষ্টের ( Jesus Christ) ক্র‌ুসবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধিমন্দির থেকে তাঁর পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসবটি পালিত হয়। শুক্রবার সারা বিশ্বের সঙ্গে মেদিনীপুরেও দিনটি উদযাপন করা হয় নির্মল হৃদয় আশ্রমের (Nirmal Hridoy Ashram) পক্ষ থেকে। এদিন দুপুরে মেদিনীপুর (Medinipur) চার্চ (church) স্কুলের গীর্জা ঘর থেকে একটি পদযাত্রা বের হয়ে এলাকা পরিক্রমা করে। পরে সুসজ্জিত গীর্জা ঘরে প্রভু যীশু খ্রীষ্টের স্মরণে বিশ্ব শান্তির উদ্দেশ্যে প্রার্থনা করেন সমস্ত খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরা।