বন্যা কবলিত ঘাটালে পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ

বন্যা কবলিত এলাকা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
w

নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘাটালের শিলাবতী নদীর জল বেড়ে একাধিক জায়গায় বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকায়। ফলে জনজীবন একেবারে ব্যহত হয়ে পড়েছে। সমস্যা দেখা দিয়েছে পানীয় জল ও খাবারের। তীব্র জল যন্ত্রণায় সমস্যার সম্মুখীন বন্যায় কবলিত মানুষজন। তাই তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো প্রশাসন।

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যার জেরে বাস্তুচ্যুত ৪০হাজার বাসিন্দা

জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘাটাল ব্লকের নির্মল বাজার এলাকায় প্রায় ২০০ জনের হাতে  চাল, ডাল, তেল, আলু, সয়াবিনসহ শুকনো খাবার তুলে দেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ।

জানা যায় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের  সভাপতি দিলীপ মাজি, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তনয়া দাস, ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলইসহ তৃণমূলের একাধিক নেতৃত্বরা।