ময়নায় বিজেপি নেতা খুনে NIA-র হাতে গ্রেফতার তৃণমূল নেতা

বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনে নাম জড়িয়ে ছিল নবকুমার মন্ডল এর। 

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
asdghj

File Picture

নিজস্ব সংবাদদাতা: ময়নার বিজেপি নেতা খুনের তদন্তে NIA র হাতে গ্রেফতার তৃণমূল নেতা। রাজনৈতিক শত্রুতার কারণে ফাঁসানো হচ্ছে বলে দাবি তৃণমূল কর্মীর পরিবার পরিজনের। ২০২৩ সালের পয়লা মে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন ময়নার বাকচার ২৩৪ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়া। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে তাকে খুন করা হয় বলে অভিযোগ। সেই অবস্থাতেই তার দেহ মেলে।

স্থানীয় ময়না থানার পুলিশ তদন্ত ঠিকমতো করছে না এমন অভিযোগ করেন নিহত বিজয়কৃষ্ণর পরিবার। এমন অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে এনআইয়ের হাতে তদন্ত ভার যায়। এনআইএ-র প্রতিনিধিরা ময়নার গোড়ামহল গ্রামে অপরাধীদের খোঁজে দফায় দফায় আসে। 

WhatsApp Image 2024-11-06 at 16.24.36

বেশ কিছুদিন পূর্বে এনআইএ-র ১৪ টি টিম এসে বেশ কয়েকজন অভিযুক্তর বাড়ি সিল করেন। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ সূত্রে খবর পেয়ে NIA র হাতে গ্রেপ্তার হয় নব কুমার মন্ডল নামক তৃণমূল কর্মী। বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনে নাম জড়িয়ে ছিল নবকুমার মন্ডল এর। 

এনআইয়ের হাতে নবকুমারের গ্রেপ্তারির পরে খুশি বিজয় কৃষ্ণের পরিবার। তারা এতদিন অভিযোগ করে আসছিলেন অপরাধীরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদের ধরছেনা। নবকুমারের গ্রেপ্তারির পরে বিজয়কৃষ্ণ স্ত্রীর দাবি তারা ন্যায় বিচার পাবেই। 

asdeth

অপরদিকে নবকুমার মন্ডলের পরিবারের দাবি নবকুমার মন্ডল নির্দোষ। তার পরিবার তৃণমূল করে, রাজনৈতিক শত্রুতার জারি ফাঁসানো হচ্ছে নব কুমারকে, এমন দাবি তার পরিবারের।