নৈহাটিতে অশান্তি : সিপিআইএমএল-এর বাড়িতে হামলা

নৈহাটির ভোটগ্রহণে অশান্তির খবর, সিপিআইএমএল-এর বাড়িতে হামলা এবং বুথে এজেন্টদের আটকে দেওয়ার অভিযোগ উঠেছে।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : নৈহাটির ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। সিপিআইএমএল-এর প্রার্থীর অভিযোগ, নৈহাটির একটি কেন্দ্রে তাদের দলের অফিসে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা দলের নেতা-কর্মীদের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

publive-image

এছাড়া, নৈহাটির বিভিন্ন ভোটকেন্দ্র থেকে অভিযোগ উঠেছে যে, তৃণমূল সমর্থকরা এজেন্টদের আটকে রেখেছে এবং ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। বেশ কিছু বুথে ভোট প্রদান প্রক্রিয়া নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে, যেখানে বিরোধী দলের এজেন্টদের ভোটকক্ষে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

ghatalvote

বাম প্রার্থী দাবি করেছেন, "তৃণমূল ভয় পাচ্ছে, তাই তারা এই ধরনের আচরণ করছে। আমরা এসব অপকর্মের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছি।" অন্যদিকে, তৃণমূল পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

vote balurghat.jpeg

নৈহাটির ভোটে এই ধরনের অশান্তি ও উত্তেজনার ঘটনা নির্বাচনী পরিবেশকে বিপর্যস্ত করছে এবং ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্ন তুলে দিচ্ছে।