নিজস্ব সংবাদদাতাঃ ফের রাজ্যে বিপুল সংখ্যক নিয়োগ হতে চলেছে। এবার কর্মসংস্থানে নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ইতিমধ্যেই IOCL-এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে।
জানা গিয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট হিসাবে চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে চলেছে IOCL। মোট ৪৬৫ জনকে নিয়োগ করা হতে চলেছে কোম্পানিতে। এই নিয়োগ করা হবে হলদিয়া সহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু তেল শোধনাগারে।
প্রসঙ্গত, এই শূন্যপদ গুলোতে নিয়োগের জন্য আবেদনকারীকে ইঞ্জিনিয়ারিং শাখার কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, ইলেক্ট্রিক্যাল কিংবা সমমানের কোনো বিষয়ে স্নাতক অথবা ডিপ্লোমা থাকতে হবে। এই শূন্যপদের জন্য বয়স সীমা ১৮ থেকে ২৬ বছর বয়স পর্যন্ত হতে হবে।
ইতিমধ্যেই IOCL-এর বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করতে হবে তার পুরো বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এই শূন্যপদ গুলোর জন্য ২২ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।