নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে পাচারের আগে পতিরামে ২০ হাজার ৭২৫ টি ইঞ্জেকশন উদ্ধার করল পুলিশ। সঙ্গে গ্রেপ্তার ছয়জন। বর্ষবরণের রাতে তারা কুমারগঞ্জ থেকে হিলির উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা যাচ্ছে। পুলিসের নজর এড়াতে গাড়ি উদ্ধারকারী ক্রেনে করে সেই সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে পতিরাম থানার কাছেই ওই ক্রেন গাড়িটিকে আটক করে। এরপর সেই গাড়িটিতে তল্লাশি চালাতেই বেশ কয়েকটি বক্স বের করা হয়। সেই বক্স থেকে উদ্ধার হয় হাজার হাজার ইঞ্জেকশন।
এদিকে ওই গাড়িতেই থাকা ৬ জনকে সাথে সাথে গ্রেফতার করে পতিরাম থানা পুলিশ। ওই ৬ জন পাচারকারী বলেই জানা গিয়েছে। ভিন জেলা থেকে ওই সামগ্রী গুলিকে এনে তারা বাংলাদেশে পাচার করে। ওই ইঞ্জেকশনগুলিকে তারা ভিন জেলা থেকে এনে কুমারগঞ্জে রেখেছিল। এরপর সেগুলি হিলির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা হলেন আলোক মন্ডল। তার বাড়ি পতিরামের হারপুর এলাকায়। বাকিরা হল উৎপল পাল, অখিল পাল, সনাতন পাহান, বিক্রম পাহান এবং অমিত পাল। অমিত পালের বাড়ি হিলির শ্রীরামপুরে।