নিজস্ব সংবাদদাতা: নতুন বছরের শুরুতেই কলকাতা ও জেলা মিলিয়ে চারটি দুর্ঘটনা। নতুন বছরের শুরুটা হল দুর্ঘটনা দিয়েই। কসবাতে মোটরবাইকে ধাক্কা গাড়ির। আশঙ্কাজনক অবস্থায় রুবি জেনারেল হাসপাতালে ভর্তি এক তরুণী সহ দুই বাইক আরোহী। দু’জনেরই মাথায় গুরুতর আঘাত রয়েছে। পুলিশ সূত্রে খবর, বাইক ও গাড়ি সিগন্যাল ভেঙে এগোচ্ছিল।
অন্যদিকে, পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় আহত ডিএসপি সহ ৪ পুলিশকর্মী। যার মধ্যে একজন আজ সকালে প্রাণ হারিয়েছেন। গতকাল রাতে পেট্রোলিং করার জন্য বেরিয়েছিলেন ডিএসপি সহ চার পুলিশ কর্মী। পুরুলিয়া-বাঁকুড়া 60 (A) জাতীয় সড়কের উপর পুরুলিয়া শহরের রাঘবপুর মোড়ে তারা তখন দায়িত্ব সামলাচ্ছেন। ঠিক এমনই সময়েই রাঘবপুর মোড়ের অপরদিক থেকে আসা এক্সাসাইজ ডিপার্টমেন্টের একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিউটিরত পুলিশকর্মীদের। ঘটনায় গুরুতর জখম হন ডিএসপি সহ চার পুলিশ কর্মী। তাঁদের মধ্যে, একজন আজ প্রাণ হারান।
অন্যদিকে, বারুইপুর বাইপাসেও দুর্ঘটনা ঘটে। ট্রাফিক আইন ভেঙে নয়ানজুলিতে গাড়ি পার্ক সার্কাস সেভেন পয়েন্টের কাছে ৪ নম্বর ব্রিজ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর উঠে যায় লরি। আর তাতেই ঘটে বিপত্তি। রাতের শহরে এই একের পর এক দুর্ঘটনা পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে জোরালো ভাবে।