নিজস্ব সংবাদদাতা: মা ও ছেলের রহস্যজনক মৃত্যু শিলিগুড়ির টাউনশিপে। মেয়ে চিকিৎসাধীন। মৃত্যুর খবর শুনতে পেরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন স্বামী। মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মাটিগাড়ার উত্তরায়ণ টাউনশিপের ই -৯ ব্লকে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
নতুন ইংরেজি বর্ষে বাইরে থেকে খাওয়ার অর্ডার করে খেয়েছিলেন মা তিথি দাস (৩৮), মেয়ে তেজাল দাস (১৮), ছেলে তেজাস দাস (৮) ও তিথির ভাগ্না তন্ময় সরকার। এরপর খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন তারা। সকালে তেজাল তন্ময়কে জানায় তার ভাই ও মা ঘুম থেকে উঠছেনা। পরবর্তীতে তাদের উদ্ধার করে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তরায়ন টাউনশিপ ফাঁড়ির পুলিশ। অন্যদিকে মৃত তিথি দাসের স্বামী ঘটনাস্থলে পৌঁছে ছেলে ও তাঁর স্ত্রীর মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হন। বর্তমানে তিনিও চিকিৎসাধীন। তবে কিভাবে তাদের মৃত্যু হল তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।
পুলিশের প্রাথমিক অনুমান ঘরের দরজা জানালা বন্ধ ছিল অপরদিকে ঘর গরম রাখতে একটি পাত্রে কয়লা জ্বালিয়েছিল ঘরের ভেতর। সেই কয়লার ধোঁয়া থেকে শ্বাসকষ্টের জেরেও মৃত্যু হতে পারে। ইতিমধ্যে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।