নিজস্ব সংবাদদাতা : প্রতিদিনই কোন না কোন বোমা ফাটান শুভেন্দু অধিকারী। দীপাবলিতে ফাটালেন বড় বোমা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত নথিই এবার তার মোক্ষম অস্ত্র শাসক দলের বিরুদ্ধে। শুভেন্দু একগুচ্ছ নথি তুলে ধরে দৃষ্টি আকর্ষণ করেছেন এক্স হ্যান্ডেলে। যেখানে অভিষেকের নিরাপত্তায় কতজন নিয়োজিত সেই তথ্য তুলে ধরা হয়েছে। ৩৩টি পৃষ্ঠা রয়েছে নিরাপত্তার অর্ডারের। প্রশাসনিক অনুমতির সেই ছবি ফাঁস করে বিরোধী দলনেতা লিখেছেন, ''২০২৩ সালে ১০ নভেম্বর কালীঘাট থেকে ফলতা পর্যন্ত যাত্রা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই যাত্রায় অভিষেককে সুরক্ষা দিতে সঙ্গী হয়েছিলেন ইউনিফর্মধারী পুলিশ, সাধারণ পোশাকের পুলিশ, উচ্চপদস্থ কর্মকর্তা এবং ট্রাফিক পুলিশ সহ প্রায় ৪৭০০ জন।'' কটাক্ষের সুরে শুভেন্দু লিখেছেন, ''কোনো যুদ্ধ জয় করতে যাননি অভিষেক। গিয়েছিলেন বস্ত্র বিতরণের অনুষ্ঠানে। সেখানে যা খরচ হয়েছে তা কয়েকটি থানা জুড়ে পুলিশ সদস্যদের এত বড় কর্মকাণ্ডের একটি ভগ্নাংশ।'' রাষ্ট্রপতির সুরক্ষায় এতজনকে মোতায়েন করা হয় কিনা তা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি বিজেপি নেতা।