নিজস্ব সংবাদদাতা: পেশাগত দিক থেকে তিনি একদিকে শিক্ষক, আবার অন্যদিকে বিধায়কও (TMC MLA)। মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে (Jiban Krishna Saha) নিয়ে এবার বড় তথ্য এলো সামনে। স্কুলের অভিভাবকদের দাবি, তাঁকে নাকি খুব একটা স্কুলে দেখা যেত না। বিধায়ক হওয়ার পর একদমই নাকি আসতেন না। কয়েকদিন আগে হঠাৎ করেই স্কুলে এসে কয়েকটি ব্যাগ নিয়ে যান। কী ছিল সেই ব্যাগে? ঘনাচ্ছে রহস্য। অভিযোগ, তাঁর এই বেআইনি কাজে মদত দেন স্কুলের প্রধান শিক্ষক (Headmaster) কমলকৃষ্ণ ঘোষ।