পঞ্চায়েত ভোট: আরও ২ মাস অপেক্ষা...

ভোট মিটে গেলেও আসল কাজ হতে দেরি আছে বলেই জানা গেছে। আপাতত জেলা পরিষদ গঠন নিয়ে কোনও চিন্তাভাবনা চলছে না। দলের পুরো ধ্যানজ্ঞান এখন রয়েছে ২১ জুলাইয়ের সভা নিয়ে।

author-image
Anusmita Bhattacharya
New Update
votep

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোট মিটতেই জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে পদের দৌড় শুরু তৃণমূলে। জেলা পরিষদের সভাধিপতি কে হবেন, কর্মাধ্যক্ষ কাদের বানানো হবে, পঞ্চায়েত সমিতিতে সভাপতি কে হবেন তা নিয়ে লড়াইয়ে নেমে পড়েছেন অনেকেই। বিজয়ী প্রার্থী ফোন করছেন রাজ্য নেতা ও জেলা পর্যবেক্ষকদের। কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়ায় নিজের অনুগামীদের দিয়ে নাম ভাসিয়ে দিচ্ছেন। কিন্তু বাস্তব বিষয়টি হল ভোট মিটলেও জেলা পরিষদে শপথ এখনই হচ্ছে না। পঞ্চায়েত সমিতি গঠন, জেলা পরিষদে শপথ গ্রহণে এখন কম করে ২ মাস অপেক্ষা করতে হবে।

অধিকাংশ জেলা পরিষদের মেয়াদ শেষ হতে হতে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ। পূর্ব বর্ধমান জেলায় জেলা পরিষদের শপথ অনুষ্ঠান হয়েছিল ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর। অর্থাত্‍ বর্তমান বোর্ড পদাধিকারিদের মেয়াদ শেষ হতে চলেছে ২৫ সেপ্টেম্বর। তার আগে বোর্ড ভেঙে শপথ নেওয়াতে গেলে আদালতে মামলা হয়ে যেতে পারে। পঞ্চায়েত সমিতি গঠনও একই শর্তে হবে। আগের সমিতির পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগে নতুন সমিতি গঠন করা যাবে না। জেলা পরিষদের সভাধিপতি বা অন্য পদের জন্য কারা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন সেটা দেখছে দল। জেলা পরিষদের সভাধিপতি ও কর্মাধ্যক্ষ বাছাইয়ের ক্ষেত্রে এবার গ্রহণযোগ্য মুখ খুঁজছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।