মমতার 'দুয়ারে সরকার' নিয়ে এবার দুর্নীতি! সরাসরি পদত্যাগ

দুয়ারে সরকার নিয়ে আবার দুর্নীতি। এবার সরাসরি পদত্যাগ। খাবারের বিল নিয়ে 'দুর্নীতি' হয়েছে বলে অভিযোগ পঞ্চায়েত প্রধানের। তারপরেই তিনি পদত্যাগ করলেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamataduare

নিজস্ব সংবাদদাতা: 'দুয়ারে সরকার' (Duare Sarkar) ক্যাম্পে এবার দুর্নীতি (Scam)। খাবারের বিল নিয়ে (Food Bill) দুর্নীতির অভিযোগ তুলেছেন পঞ্চায়েত প্রধান (Gram Panchayat Pradhan) নিজেই। খাবার সরবরাহকারী সংস্থাকে বেশি টাকা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। আটকাতে গেলে কুকথা শোনানো হয় তাঁকে। এর প্রতিবাদে পদত্যাগ (Resign) করলেন বর্ধমান-২ ব্লকের কুড়মুন-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা মালিক। পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব দে'র মদতে এই অনিয়ম হচ্ছিল, এমনটাই অভিযোগ তাঁর। পঞ্চায়েত এলাকায় ষষ্ঠ দফার 'দুয়ারে সরকার' শিবিরে বিভিন্ন কাজে অংশ নেওয়া ২০০ জনকে দুপুরে ডিম-ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়। পরে খাবার সরবরাহকারী সংস্থা মোট আড়াইশো জনের বিল দেওয়ায় প্রধান আপত্তি জানান। উপপ্রধানের সঙ্গে সংঘাত হয় তাঁর। বাধ্য হয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন বিডিওর কাছে।