"এবার যুদ্ধক্ষেত্রে দেখা করব"! মধ্যরাতে ভারতকে হুমকি দিয়ে গেল পাক প্রধানমন্ত্রী
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের তড়িঘড়ি বৈঠক রাজ্যগুলির মুখ্য সচিবদের সাথে!
৩০০০ ভারতীয় পতাকার মিছিল! হল ঘোষণা
ভারতীয় বাহিনীর দ্বারাই ভারতের গুরুদ্বারগুলিতে আক্রমণ? পাক হামলার মাঝেই বিস্ফোরক শিখ সম্প্রদায়
সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেই পাকিস্তান কারলো প্রাণ, এরপর এই দেশকে কি বলা যায়?
BREAKING: জম্মু ও কাশ্মীরের নাগরোটা সেনা ঘাঁটিতে সন্দেহজনক কার্যকলাপ! আজ রাতেই কি হবে বড় কিছু?
BREAKING: বাংলাদেশে নিষিদ্ধ হল আওয়ামী লীগ!
নিয়ন্ত্রণ রেখায় সীমান্ত লঙ্ঘনের পুনরাবৃত্তি? সজাগ করে দিলেন বিদেশ সচিব
‘এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের কড়া জবাব দেবে ভারত’, পাকিস্তানকে জোরালো বার্তা দিলেন বিদেশ সচিব

বিশ্বভারতীতে জারি নয়া বিধিনিষেধ

দরজা খোলা হলেও প্রবেশের আগে নিতে হবে অনুমতি।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
বিশ্বভারতীতে বিজেপির রাজনীতির জন্য নষ্ট হচ্ছে পড়ুয়াদের ভবিষ্যৎ!

নিজস্ব সংবাদদাতা: দরজা খোলা থাকলেও নিতে হবে প্রবেশের অনুমতি। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে শান্তিনিকেতনের (Shantiniketan) আশ্রম চত্বরে প্রবেশের ক্ষেত্রে নয়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি প্রেস বিজ্ঞপ্তি । সেখানে জানানো হয়েছে, এখন থেকে আশ্রম এলাকায় প্রবেশের আগে নিতে হবে অনুমতি। আশ্রমের ঐতিহ্য ও পরিবেশ রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রবীরকুমার ঘোষ ঘোষণা করেন, ২০১৯ সালে যে আশ্রম প্রাঙ্গন বন্ধ ছিল, এবার সকলের জন্যই উন্মুক্ত করে দেওয়া হবে। কিন্তু আশ্রম প্রাঙ্গণের স্বাভাবিক কাজকর্মে কোনও ব্যাঘাত না হয় সেকথা মাথায় রেখেই উৎসাহীদের জন্য কিছু নিয়মাবলী তৈরি করা হয়েছে বলে জানা যায়।

বিশ্বভারতীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন বহু মানুষ আশ্রম এলাকা পরিদর্শনে আসেন। ছাত্রছাত্রীদের অতিরিক্ত ভিড়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। আশ্রমের শান্ত পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়ে। সেই কারণেই দর্শনার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়।

 

qwedqdq

নতুন নিয়মাবলি:

১. আশ্রম চত্বরে প্রবেশের জন্য দর্শনার্থীদের অন্তত দুই সপ্তাহ আগে থেকে ১. আগাম অনুমতি নিয়ে রাখতে হবে।

২. অনুমতির জন্য আবেদনপত্র ইমেল করতে হবে pro@visva-bharati.in ঠিকানায়। আবেদনে দর্শনের তারিখ, সময়, দর্শনার্থীদের সঠিক সংখ্যা এবং তাদের পরিচয় সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে।

৩. পাঠভবনের ক্লাস চলাকালীন সময়ে বুধবার এবং রবিবার বাদে অন্যান্য দিন দুপুর ১:৩০ পর্যন্ত আশ্রম এলাকায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বিশ্বভারতী আরও জানিয়েছে, আশ্রম এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি, বিশ্ব ভারতীর ঐতিহ্যের মর্যাদা রক্ষার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতীর পক্ষ থেকে। দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ সুরক্ষিত থাকবে এবং আশ্রমের শান্ত পরিবেশও বজায় থাকব

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, তাঁরা যেন এই নতুন নিয়ম মেনে চলেন এবং আশ্রমের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সহযোগিতা করেন।