নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হবে এমনটা কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। আর তার মধ্যে পরিবর্তন হলো ব্লক সভাপতির।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেদিনীপুর সাংগঠনিক জেলার অন্তর্গত মোহনপুর ব্লকের ব্লক সভাপতি মানিক মাইতিকে অব্যাহতি দেওয়া হলো, তার জায়গায় নতুন ব্লক সভাপতি হলেন বিক্রমচন্দ্র প্রধান। মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দলের পুরাতন সৈনিককে সাংগঠনিক কাজের দায়িত্ব দেওয়ার জন্য। আমি আশা করব আগামী দিনে মহনপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের সংগঠন অনেক শক্তিশালী হবে। এবং প্রাক্তন ব্লক সভাপতিকে কিভাবে দলের কাজে লাগানো যায় আগামী দিনে, তা নিয়ে আলোচনা করা হবে।