তীব্র দাবদাহের সুস্থ থাকতে নয়া উদ্যোগ

সোমবার দুর্গাপুরে তীব্র দাবদাহে শরীরকে সুস্থ রাখতে পান্তা উৎসবের আয়োজন করল কাউন্সিলার । এই উৎসবে যোগ দেন জেলা সভাপতি এবং মন্ত্রীরাও ।

author-image
New Update
fes

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:   দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন নাগের উদ্যোগে ও এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় দুর্গাপুরে রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হলো বাংলার পান্তা উৎসব । গরমে তীব্র দাবদাহের সুস্থ থাকতে পান্তা ভাতই ভরসা এই বার্তা নিয়ে এই উদ্যোগ। পান্তা ভাতের থালিতে রয়েছে ১৮ ধরনের পদ। প্রায় ১০০০ জনের অংশগ্রহণ করেন এই দিন। বাংলার পান্তায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ অন্যান্যরা। এইদিন পান্তা ভাতের স্বাদ নিতে দেখা যায় জেলা সভাপতি ও মন্ত্রীকেও।