স্যালাইন কাণ্ডে ঘুম ভাঙল সরকারের! জারি স্বাস্থ্য ভবনের নির্দেশিকা

পশ্চিমবঙ্গে স্যালাইন কাণ্ডে এক প্রসূতির মৃত্যু, সঙ্কটে আছেন আরও ৩ জন। আর এসবের মাঝে অবশেষে ঘুম ভাঙল সরকারের। জারি হল স্বাস্থ্য ভবনের নয়া নির্দেশিকা।

author-image
Jaita Chowdhury
New Update
Saline Controversy

স্যালাইন কাণ্ডে এক প্রসূতির মৃত্যু, সঙ্কটে আছেন আরও ৩ জন। আর এসবের মধ্যে অবশেষে ঘুম ভাঙল সরকারের। জারি হল নয়া নির্দেশিকা। এবার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন ব্যবহার বন্ধের নির্দেশিকা জারি হল। নির্দেশ এল সব সরকারি হাসপাতালে বিতর্কিত RL স্যালাইন ব্যবহার বন্ধের। সম্প্রতি হোয়াটসঅ্যাপ মেসেজের পর এবার স্বাস্থ্য ভবনের নির্দেশিকা জারি হয়েছে।

পাশাপাশি, স্যালাইন-কাণ্ডে গাফিলতি মেনে নিল রাজ্য প্রশাসন। ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে নবান্নে জমা পড়েছে প্রাথমিক রিপোর্ট। সূত্রের খবর, সেই রিপোর্ট পর্যালোচনা করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।