নিজস্ব সংবাদদাতা : হরপা বানে বিধ্বস্ত সিকিম। বিপর্যস্ত গোট উত্তরবঙ্গ। পাহাড়ে প্রকৃতি রুদ্র মূরতি ধারণ করেছে। কিন্তু এরই মাঝে আরো এক অশনিসংকেত। নতুন বিপদের হাতছানি। গুয়াহাটি প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সতর্কতার বার্তা দিয়ে জানানো হয়েছে, 'সিকিমে ভয়াবহ বন্যার কারণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সহ বেশ কিছু সামরিক সরঞ্জাম তিস্তা নদীতে ভেসে গেছে। আমরা জনগণকে সতর্ক থাকতে অনুরোধ করছি এবং যেকোন অপরিচিত বস্তু, ক্রেট, প্যাকেজ, আগ্নেয়াস্ত্র বা সন্দেহজনক বস্তু দেখলেই নিকটবর্তী থানায় রিপোর্ট করার জন্য অনুরোধ করছি। সেনাবাহিনী নদীর ভাটির ধারে নজরদারি দল স্থাপন করেছে।' এই মর্মে জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে একটি নোটিশ জারি করেছে। সেখানে থানার নম্বর দেওয়া রয়েছে।