বাঙালিবিদ্বেষে আপ্লুত নেহরু- এবার বঙ্গ নেতার নিশানায় নেহরু- চরম শোরগোল

কি বলা হল নেহরুকে নিয়ে?

author-image
Aniket
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: এবার নেহরুকে নিশানা করে মন্তব্য করলেন তথাগত রায়। তথাগত রায়কে এক নেটিজেন প্রশ্ন করেন, "তথাগত বাবু এত অত্যাচার গণধর্ষণ হওয়া সত্বেও পূর্ব বঙ্গ থেকে আসা শরণার্থীদের একটা বড় অংশ আজ এত হিন্দু বিদ্বেষী হল কীকরে ??"

tathagata roy

তার উত্তর দিতে গিয়ে তথাগত বাবু বলেন, "তার কারণ, বাঙালিবিদ্বেষে আপ্লুত নেহরু ওঁদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আর তার সুযোগ নিয়েছিল বামপন্থীরা। এই দুই কারণেই ওঁদের মধ্যে এই বিকৃত মানসিকতা তৈরী হতে পেরেছে"। তথাগত রায়ের এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।