নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: প্রতি বছর বন্যা কবলিত হয়ে পড়ে ঘাটাল মহাকুমার বিস্তীর্ণ এলাকা। বন্যার জলে ডুবে যায় রাস্তাঘাট থেকে শুরু করে বিঘের পর বিঘে কৃষি জমি। চরম সমস্যায় পড়ে ঘাটালের মানুষ। এবার সেই ঘাটালের মনসুকা লক্ষীনারায়ণ হাইস্কুলের পড়ুয়াদের বন্যা, ঝড়সহ বিভিন্ন দুর্যোগে আত্মরক্ষার কৌশলের পাশাপাশি ক্ষয়ক্ষতি এড়ানোর ব্যাপারে সচেতনতা এবং বন্যার সম্ভাবনা বুঝে ত্রাণ শিবিরে পৌঁছনোর জন্য কী কী আগাম সতর্কতা নেওয়া দরকার তা শেখালেন এনডিআরএফ কর্মীরা। পাশাপাশি ঝুমি নদীতে স্পিড বোট নামিয়ে মহড়ার ভিডিও তুলে ধরছেন এনডিআরএফ কর্মীরা। স্কুল পড়ুয়াদের বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ দিলেন ডিসট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ ও NDRF বাহিনীর সদস্যরা। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার মনোজ বন্দ্যোপাধ্যায়, 02 ব্যাটেলিয়ান এনডিআরএফ আধিকারিক রাহুল সিং, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস প্রমুখ।