Cyclone Mocha : কোন পথে মোকা? নজরদারিতে তৎপরতা এনডিআরএফের

ফেরিঘাটগুলিতে চলছে সচেতনতার প্রচার। দুর্যোগের সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে। ঝড়ের সময় তারা কী করবেন, কী করবেন না সে বিষয়েও ব্লকে ব্লকে বিশেষ শিবির করে তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজও সম্পন্ন করা হয়েছে।

author-image
Pallabi Sanyal
New Update
mocha bay of bengal

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর-উত্তর পশ্চিমে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় মোকা। ল্যান্ডফলের সময় যতই এগিয়ে আসছে, ততোই যেন বাড়ছে দুশ্চিন্তা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বাড়ছে উদ্বেগ। পূর্বে আয়লা, ফণি, ইয়াসের মতো বিধ্বংসী ঝড়ের সাক্ষী থেকেছে এ রাজ্য। তছনছ হয়ে গিয়েছিল সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলি। সেই ক্ষত যেন আজও দগদগে। তাই মোচা এ রাজ্যে প্রবেশ না করলেও কোনোরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। প্রস্তুত রয়েছে এনডিআরএফের টিমও।  দীঘা সমুদ্র সৈকত ও সুন্দরবন এলাকায় প্রশাসনের তরফে জোরকদমে চলছে মানুষকে সতর্ক করার কাজ। ইতিমধ্যেই নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিপজ্জনকস্থান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মানুষজনকে। ফেরিঘাটগুলিতে চলছে সচেতনতার প্রচার। দুর্যোগের সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে। ঝড়ের সময় তারা কী করবেন, কী করবেন না সে বিষয়েও ব্লকে ব্লকে বিশেষ শিবির করে তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজও সম্পন্ন করা হয়েছে।