নিজস্ব সংবাদদাতাঃ সোমবার অর্থাৎ আজ এনসিপি-এসসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বলেছেন, "বদলাপুরে দুই নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় মহায়ুতি সরকারের দৃষ্টিভঙ্গি হতবাক! প্রথমে এফআইআর দায়ের করতে দেরি হল, আর এখন প্রধান অভিযুক্ত হেফাজতে খুন! এটি আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার ব্যবস্থার সম্পূর্ণ ভেঙে পড়া। এটা ক্ষমার অযোগ্য, এটা মহারাষ্ট্রের মানুষকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করছে।"
প্রসঙ্গত, বাদলপুরের স্কুলে নিরীহ ছাত্রীদের শোষণের ঘটনায় ধৃত অভিযুক্ত অক্ষয় শিন্ডে পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে গাড়িতে থাকা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে পুলিশ আধিকারিকরাও আহত হন, পুলিশে গুলিবিদ্ধ হন অক্ষয় শিন্ডে