নিজস্ব সংবাদদাতাঃ পুনে গণধর্ষণের ঘটনা নিয়ে এনসিপি-এসসিপি প্রধান শরদ পাওয়ার বলেন, "সরকার মহিলাদের সাহায্য করার জন্য লড়কি বেহান যোজনা চালু করেছে। এতে নারীরা লাভবান হচ্ছেন। একদিকে লড়কি বেহান যোজনা, অন্যদিকে মহিলাদের উপর অত্যাচার। একদিকে লড়কি বেহান যোজনার মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা চলছে, অন্যদিকে মহিলাদের উপর ক্রমবর্ধমান অত্যাচারের কারণে মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ রয়েছে।"
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর পুনের বোপদেব ঘাট এলাকায় ২১ বছরের এক তরুণী ও তাঁর বন্ধুকে মারধরের অভিযোগ ওঠে। ৪ অক্টোবর ভোর ৫টা নাগাদ কোন্ধওয়া থানার আওতাধীন গণধর্ষণের ঘটনা পুলিশকে জানানো হয়। বৃহস্পতিবার রাতে বন্ধুর সঙ্গে ঘাট এলাকায় বেড়াতে গেলে রাত ১১টা নাগাদ তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে জানা গিয়েছে।
কোন্ধওয়া পুলিশ সূত্রে খবর, এক পুরুষ বন্ধুর সঙ্গে ওই এলাকায় গিয়েছিলেন ওই মহিলা। কোন্ধওয়া পুলিশের আর এক আধিকারিক জানিয়েছেন, নির্জন জায়গায় ওই মহিলার পুরুষ বন্ধুকেও মারধর করে ওই তিনজন। পুনে পুলিশের যুগ্ম কমিশনার রঞ্জন কুমার শর্মা গণধর্ষণের পিছনে জড়িতদের খুঁজে বের করতে এবং গ্রেপ্তার করতে অপরাধ দমন শাখা এবং গোয়েন্দা শাখার দশটি দল গঠন করেছে।