বিধানসভার তিন তলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকার-বিধায়কদের! হঠাৎ কী হল? ভাইরাল ভিডিও

চরম নাটক দেখা গেল বিধানসভায়।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল।ম

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ জানা গিয়েছে, এনসিপি নেতা অজিত পাওয়ার গোষ্ঠীর বিধায়ক এবং ডেপুটি স্পিকার নরহরি ঝিরওয়াল মহারাষ্ট্রের মন্ত্রালয়ের তৃতীয় তলা থেকে ঝাঁপ দেন। তবে ভাগ্যক্রমে সুরক্ষা জালে আটকে পড়েন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় চরম নাটকীয়তা দেখা গেল মহারাষ্ট্র মন্ত্রালয়ে।

সূত্রে খবর, মহারাষ্ট্রের এনসিপি বিধায়ক তথা ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল আজ মন্ত্রালয়ের তিন তলা থেকে ঝাঁপ দেন। তার দেখাদেখি কয়েকজন বিধায়কও ঝাঁপ দেন। সেফটি নেটে আটকে যান তাঁরা। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করেন। এরপরে তারা মন্ত্রালয়ের বাইরেই অবস্থান বিক্ষোভে বসেন।

ল;ক্মন

জানা গিয়েছে, মারাঠা সংরক্ষণ নিয়ে আলোচনা হচ্ছিল  মহারাষ্ট্র মন্ত্রালয়ে। দ্য প্রভিশনস অব পঞ্চায়েত-র অধীনে উপজাতিদের নিয়োগ স্থগিত করে দেওয়া এবং ধাঙ্গার জনগোষ্ঠীকে উপজাতি (শিডিউল ট্রাইব)-র স্বীকৃতি না দেওয়ার বিরোধিতা করেই বিক্ষোভ দেখাচ্ছিলেন অজিত পওয়ার গোষ্ঠীর বিধায়করা। হঠাৎই ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল ঝাঁপ দেন বিল্ডিংয়ের তিন তলা থেকে।

সূত্রে খবর, আজই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বিধায়কদের ফোন করবেন এবং তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করবেন।