দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : দুর্গা পুজোর মাত্র আর কদিন,চরম ব্যাস্ততা পিংলার নয়ার পটশিল্পীরা। ইতিমধ্যেই বেশ কয়েকজন পাড়ি দিয়েছে কলকাতা ও দেশের বিভিন্ন প্রান্তে পুজো মণ্ডপের কাজের জন্য। আর দুর্গা পুজোতেই থাকে না বাড়িতে কেউই। কেউ পুজোতে স্টল দিতে ব্যস্ত,কেউ পটের গান নিয়ে ব্যস্ত। তারপর যারা রয়েছে বাড়িতে তারাও জামা,কাপড়,শাড়ি, ওড়নাতে পটের কাজে ব্যস্ত। সব মিলিয়ে দুর্গা পুজোর আগে থেকে পুরো পুজোর শেষ দিন পর্যন্ত ব্যস্ততার মধ্যেই কাটে তাদের। বর্তমানে পিংলার নয়াতে ২০০ জনেরও বেশি পটশিল্পী রয়েছে।কোভিড পিরিয়ডে খুবই সমস্যায় পড়েছিল পটশিল্পীরা।হাতে কোনো কাজ নেই,খাওয়ার নেই, দুর্গা পুজোতেও তেমন কাজ ছিল না।তবে এই বছর কাজের অর্ডার প্রচুর এসেছে,অনেকে ইতিমধ্যে কলকাতা,দিল্লি,মুম্বাইয়ে পাড়ি দিয়েছে দুর্গা পুজোর কাজের জন্য। পাশাপাশি পুজোতে এই নয়াতেও অনেকে আসেন বেড়াতে। রয়েছে হোম স্টে।সংগ্রহশালা।পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে করা হয়েছ এই হোম স্টে। সব মিলিয়ে এই বছর পুজোর আগে এবং পুজোর দিন গুলিতে চরম ব্যস্ততা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়ার পটশিল্পীদের।