জটিল অস্ত্রোপচার করে নয়া নজির গড়ল নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতাল

রোগীর পরিবারের সাথেই খুশি নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
দ্দ

নিজস্ব সংবাদদাতা, নয়াগ্রামঃ জটিল অস্ত্রোপচারে ফের নজরকাড়া সাফল্য পেল নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতাল। জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই হাসপাতালের চিকিৎসকদের প্রচেষ্টায় অস্ত্রোপচার করা হল এক মধ্যবয়স্ক মহিলার গলার টিউমার। সরকারি হাসপাতালে বিনামূল্যে ব্যয়বহুল চিকিৎসা পেয়ে খুশি রোগীর পরিবারের লোকজন।

সূত্র মারফত জানা গিয়েছে, কয়েকদিন আগে সাঁকরাইল ব্লকের শিবানী সিং নামে এক মহিলা নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করাতে আসেন। মহিলার গলায় একটি টিউমার ধরা পড়ে। হাসপাতালের চিকিৎসকরা দেখেন মহিলার গলার টিউমারটি আসলে থাইরয়েড হরমোন জনিত সমস্যার কারণে তৈরি হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে যে, দীর্ঘদিন ধরে মহিলা এই টিউমারের যন্ত্রনা নিয়ে ভুগছেন। অপারেশনের মাধ্যমে সেই টিউমার বাদ দেওয়া আবশ্যক হয়ে ওঠে। তবে নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামোর মধ্যে কতটা সম্ভব এই জটিল অপারেশন করা, তা নিয়েই সংশয় ছিল চিকিৎসকদের।তবে শেষ পর্যন্ত হাসপাতালের নাক, কান, গলা ও শল্য চিকিৎসা বিভাগের চিকিৎসকরা অপারেশন করার জন্য সিদ্ধান্ত নেন।

জটিল অস্ত্রপ্রচার করে নয়া নজির গড়ল নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতাল

পরিবার সূত্রে আরও জানা গিয়েছে যে, প্রথম থেকেই টিউমারের কারণে মহিলার শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শ্বাসকষ্ট জনিত সমস্যার সমাধান হওয়ায় চিকিৎসকরা সাঁকরাইলের শিবানী সিং নামে ওই মহিলার গলার টিউমার সফল ভাবে অস্ত্রোপচার করতে সক্ষম হয়েছেন। হাসপাতাল সূত্রের খবর যে, অপারেশনের পর বর্তমানে সুস্থ রয়েছেন মহিলা। স্থানীয় সরকারি হাসপাতালে দুর্মূল্য এই চিকিৎসার পরিষেবা পেয়ে খুশি শিবানী সিং এর পরিবার। রোগীর পরিবারের সাথেই খুশি নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরাও।

Add 1