নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের সুকমায় নয়জন মহিলা নকশাল সহ ২২ জন নকশাল আত্মসমর্পণ করেছেন।
সুকমার এসপি কিরণ গঙ্গারাম চহ্বান বলেন, "...আত্মসমর্পণকারী নকশালরা মাদ (ছত্তিশগড়) এবং নুয়াপাড়া (ওড়িশা) বিভাগের বাসিন্দা... নকশালদের সরকার কর্তৃক প্রদত্ত সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হবে...।"
/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)