'রাজ্যে বিরোধীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন'! ছুটে এলেন নওশাদ সিদ্দিকি

রাজ্যে মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকেই দিকে দিকে শুধু অশান্তি এবং হিংসার খবর ছড়িয়ে পড়েছে। এবার নিরাপত্তার দাবিতে নির্বাচন কমিশনে ছুটে গেলেন নওশাদ সিদ্দিকি।

author-image
Anusmita Bhattacharya
New Update
nau

নিজস্ব সংবাদদাতা : গত কয়েকদিন ধরে শুধুমাত্র মনোনয়ন পর্বকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। ভোট শুরু হওয়ার আগেই রাজ্যে যে পরিমাণ সন্ত্রাস শুরু হয়েছে তাতে ভীত সাধারণ মানুষ। তৃণমূল এবং আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে ভাঙড়। এবার সরাসরি রাজ্য নির্বাচন কমিশনে এলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। 'গোটা রাজ্যে বিরোধীরা নিরাপত্তাহীনতায় ভুগছে', দাবি নওশাদের। নিরাপত্তার দাবিতে এসেছেন তিনি। বাংলার পুলিশ দিয়ে ভোট চালানো যাবে না, দাবি করলেন নওশাদ। গতকাল নবান্নে নিরাপত্তার দাবিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। দেখা হয়নি। সেখান থেকে বেরিয়েও তিনি জানান যে বিরোধীদের জনপ্রতিনিধি হয়ে নিরাপত্তা নিয়ে কথা বলতে এসেছিলেন।