নিজস্ব সংবাদদাতা : হাইকোর্টের নির্দেশ মতো কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। সিআইএসফের সাত জওয়ান পৌঁছলেন তার বাড়িতে। তবে, এটা কোন ক্যাটাগরির নিরাপত্তা তা স্পষ্ট নয় বলে জানালেন আইএসএফ বিধায়ক। রাজ্য ও কেন্দ্রকে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানানোর পরে হতাশ হয়ে হাইকোর্টে গিয়েছিলেন নওশাদ। তিনি বলেন, হাইকোর্ট স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দিয়েছিল তার নিরাপত্তা সুনিশ্চিত করতে। এরপর রবিবার বকেল ৪টে নাগাদ সিআইএসএফের সাত জন জওয়ান তার কাছে পৌঁছোন।
প্রসঙ্গত, দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ভাঙরে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় ব্যাপক সহিংসতার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক স্থানীয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) বিধায়ক নওশাদ সিদ্দিকিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।গত ১৬ জুন ভাঙরের বিধায়ক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে তাঁর নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সহায়তা চেয়েছিলেন। ৯ দিন পর কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন নওশাদ সিদ্দিকি।