নিজস্ব সংবাদদাতা: কালিম্পং জেলার সামসিংয়ের পোখরি গ্রাউন্ডে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে আয়োজন করা হয়েছে প্রকৃতি অধ্যয়ন শিবির এবং পরিবেশগত কর্মশালার। সহযোগিতায় হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন। ছাত্রীরা তাদের অংশগ্রহণ করেছে। প্রকৃতিকে চিনে নিতে হাত লাগিয়েছে তারাও।
এই কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড. কল্যাণ রুদ্র, অফিসার অন স্পেশাল ডিউটি সুব্রত ঘোষ প্রমুখ। এএনএম নিউজের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন এবং এই বিশেষ কর্মশালার চিত্র ক্যামেরায় ফুটে উঠেছে। আজ হঠাৎ ৩১ ডিসেম্বর থেকে আগামী ২ জানুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প।