প্রকৃতি অধ্যয়ন শিবির এবং পরিবেশগত কর্মশালা: প্রকৃতি পর্যবেক্ষণে ছাত্রছাত্রীরা

আজকের কর্মসূচি

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-01-01 at 3.20.38 PM

নিজস্ব সংবাদদাতা: কালিম্পং জেলার সামসিংয়ের পোখরি গ্রাউন্ডে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে আয়োজন করা হয়েছে প্রকৃতি অধ্যয়ন শিবির এবং পরিবেশগত কর্মশালার। সহযোগিতায় হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন। ছাত্রীরা তাদের অংশগ্রহণ করেছে। প্রকৃতিকে চিনে নিতে হাত লাগিয়েছে তারাও। 

এএনএম নিউজের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন এবং এই বিশেষ কর্মশালার চিত্র ক্যামেরায় ফুটে উঠেছে। আজ হঠাৎ ৩১ ডিসেম্বর থেকে আগামী ২ জানুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প। প্রকৃতি অধ্যয়ন শিবির এবং পরিবেশগত কর্মশালাপ্রকৃতি অধ্যয়ন শিবির এবং পরিবেশগত কর্মশালা করতে করতে। দেখুন সেই চিত্র।