নিজস্ব সংবাদদাতা: এনসিপি-এসসিপির জাতীয় মুখপাত্র ক্লাইড ক্র্যাস্টো বলেছেন,"শরদ পাওয়ার সাহেব মহারাষ্ট্র ও দেশের জন্য যা করেছেন তার ব্যাখ্যা আমরা অমিত শাহের কাছে চাইবো না। মহারাষ্ট্র ও ভারতের মানুষ জানে তিনি কী করেছেন। অমিত শাহ শুধু প্রচারের জন্য শরদ পাওয়ারের নাম নেন। বিজেপি এবং অমিত শাহের কাজ করে দেখানোর মতো কিছুই নেই। গত ৫ বছরে বিজেপি শুধু পরিবার ভেঙেছে, রাজনৈতিক দল ভেঙেছে।"