বিতর্কে ন্যাশনাল মেডিক্যাল কলেজ, ওষুধের ভায়ালে ভাসছে 'অজানা' পদার্থ!

তৈরি হয়েছে নতুন বিতর্ক।

author-image
Adrita
New Update
ওঃ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বিতর্ক শুরু হল ন্যাশনাল মেডিক্যাল কলেজে। সূত্র মারফত জানা গিয়েছে যে, ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভায়ালের মধ্যে ভাসমান পদার্থকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

জানা গিয়েছে, ক্যালকাটা মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য আসা ভায়ালে ওষুধের মধ্যে কিছু পদার্থ ভাসতে দেখা গিয়েছে। এই বিষয়ে জুনিয়র চিকিৎসকের একাংশের দাবি, একটি বক্সে 10 ML-এর ৫০টি ভায়াল থাকে। এর মধ্যে দুটি ভায়াল ভাঙা ছিল। বাকি ৪৮টির মধ্যে কিছু একটা ভাসতে দেখা যায়। 

এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, এসএসকেএম মেডিক্যাল কলেজে অস্ত্রোপচারের সময়ে মরচে ধরা কাঁচি ভেঙে গিয়েছিল। এবার এই ওষুধের ভায়ালে 'অজানা' পদার্থ ভেসে থাকার খবরে তোলপাড় হয়েছে হাসপাতাল চত্বর।