নিজস্ব সংবাদদাতা: গোয়াহাটিতে আয়োজিত জাতীয়স্তরের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল রাজ্য থেকে যাওয়া মেদিনীপুরের দল। মেদিনীপুর ষ্টেশনে নামতেই ছোট প্রতিযোগীদের কোলে তুলে ফুল-মিষ্টি বিলি মেদিনীপুরের বাসিন্দাদের। বুধবার ব্যাপক উদ্দীপনা দেখা গেল মেদিনীপুর রেল ষ্টেশনে।
মেদিনীপুর শহরের একটি কুংফু প্রশিক্ষণ সংস্থার পক্ষ থেকে মোট ২২ জন প্রতিযোগীদের নিয়ে জাতীয় স্তরের এই কংফু প্রতিযোগিতায় নিয়ে যাওয়া হয়েছিল। যার আয়োজন হয়েছিল আসামের গোয়াহাটিতে। ষষ্ঠ বার্ষিক ন্যাশনাল মার্শাল আর্ট গেমস ২০২৪ প্রতিযোগিতায় ৭ বছর থেকে ২২ বছরের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৭ টি রাজ্যের প্রতিযোগীরা অংশ নিয়েছিল সেখানে। পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম মেদিনীপুরের ২২ জন প্রতিযোগী ছিল। সেই প্রতিযোগিতায় মেদিনীপুরের প্রতিযোগীরা দারুন দক্ষতা দেখিয়েছে।
বালক ও বালিকা মিলিয়ে ২ টি ইভেন্টে অনেকেই গোল্ড মেডেল পেয়েছে। যার মধ্যে অনেকেই আবার ডবল গোল্ড মেডেলও পেয়েছে। পুরো প্রতিযোগিতায় উপস্থিত প্রশিক্ষক তাপস কুমার দাস জানিয়েছেন, "স্বর্ণ পদক পেয়েছে ২৭ টা, রৌপ্য পদক পেয়েছে ১২ টা, ব্রোঞ্জ পদক পেয়েছে ৫ টা। মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে প্রশিক্ষণ নেওয়া এই প্রতিযোগীরা উৎসাহিত হয়েছে এদিনের সফলতায়। তাদের উৎসাহিত করতে হাজির হয়েছিলেন মেদিনীপুরের বিভিন্নস্তরের মানুষজন। সকলেই হুল্লোড়ে মাতলেন মেদিনীপুর ষ্টেশনে।