গান ম্যান নিয়োগের প্রতিবাদ, বিক্ষোভ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির কর্মীদের

কিসের দাবি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-01-27 at 3.00.08 PM

হরি ঘোষ, দুর্গাপুর: গান ম্যান নিয়োগের প্রতিবাদে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির কর্মীদের। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। 

তৃণমূল শ্রমিক সংগঠনের দু'নম্বর ব্লক সভাপতি শান্তনু সোম বলেন, "ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির মেসের কর্মীদের গত বছর ডিসেম্বর মাসের ৩১ তারিখ ছাঁটাই করা হয়। তারপর থেকেই তারা অবস্থান অনশন শুরু করেছে। তারই মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ভিন রাজ্যের ৬ জন গান ম্যানকে নিয়োগ করেছে। তারই প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। আমাদের দাবি মেনে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আপাতত সেই গান ম্যান নিয়োগ করা হবে না। যেসব মেসের কর্মীদের ছাঁটাই করা হয়েছে তাদেরও অবিলম্বে নিয়োগ করারও দাবি করছি।"