নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: বিভিন্ন সময় একাধিক ইস্যুতে পথ অবরোধও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভারত জাকাত মাঝি পরগনা। তারপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী পরবর্তীতে যে কোন সময় ট্রেনও রাজ্য এবং জাতীয় সড়ক অবরোধ করতে পারবে না। খড়গপুরের খেমাশুলিতে ভারত জাকাত মাঝি পরগনা আরেকটি বিক্ষোভ কর্মসূচি ছিল। তবে হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে সংগঠনের নেতৃত্বরা একটি সাংবাদিক বৈঠক করেন। তারপর তাদের কর্মসূচি বাতিল ঘোষণা করে। পরবর্তী কোনো কর্মসূচি থাকলে তারা সাংবাদিক সম্মেলন করেই জানাবেন বলেও জানিয়েছেন।
এক্ষেত্রে প্রসঙ্গত যে, বিভিন্ন সময় তাদের আদিবাসী শিক্ষার প্রসার ও তফসিলি ভাষায় পঞ্চম শ্রেণী থেকে জঙ্গলমহলে পাঠদানের বিষয়টি সিলেবাসে উল্লেখের দাবি জানায়। এই সমস্ত বিষয়গুলি সরকার না মেনে নেওয়ায় বারবার ভারত যাকাত মাঝি পরগনার পক্ষ থেকে বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি দেখা গিয়েছে। তাই হাইকোর্টের নির্দেশে এদিনের কর্মসূচি বাতিল হয়। তবে হাইকোর্টের প্রধান বিচারপতি এইসব বিষয়গুলি সংগঠনের সাথে সরকার যৌথভাবে বসে মিটে নেওয়ার কথা জানিয়েছেন।