রেড সাগরে ৬০ মিলিয়ন ডলারের মার্কিন যুদ্ধবিমান হারাল নৌবাহিনী
জেলেনস্কি : যুদ্ধবিরতি আর বিলম্ব নয় — মানবতার পক্ষে এখনই ৩০ দিনের শান্তি প্রতিষ্ঠা করা দরকার
ট্রাম্পকে কে ভালো সামলাবে? ক্যার্নি না পইলিভর? কানাডায় রাজনৈতিক উত্তেজনা চরমে
ব্রেকিং : বিদ্যুৎ বিভ্রাটে দেশজুড়ে অচল হয়ে গেল সরকারি ওয়েবসাইট!
Big Breaking : ৯৬ টি ফ্লাইট বাতিল! এই মুহুর্তের বড় খবর
স্পেন-পর্তুগালের রাস্তায় বিশৃঙ্খলা— বিদ্যুৎ বিভ্রাটে ধুঁকছে পরিবহন ব্যবস্থা
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ সপ্তাহ— মার্কো রুবিও
অতি সন্নিকটে ভারতীয় সেনা অভিযান— ইসলামাবাদেও মোতায়েন হলো সেনাবাহিনী, যুদ্ধ বাঁধবে কি?
স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ: সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজছে সরকার

মেদিনীপুর মেডিকেল কলেজে এল জাতীয় মহিলা কমিশন

উত্তাল মেদিনীপুর মেডিকেল কলেজ।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ প্রসূতি মৃত্যু এবং সদ্যোজাতের মৃত্যু সেই সঙ্গে স্যালাইন কাণ্ড নিয়ে খতিয়ে দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজে এল জাতীয় মহিলা কমিশন। এদিন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের নেতৃত্বে মেদিনীপুর মেডিকেল কলেজে সাড়ে এগারোটা নাগাদ আসেন। 

জানা গিয়েছে, এসেই তারা মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী, সুপার ইন্দ্রনীল সেন জেলা স্বাস্থ্য আধিকারীদের সঙ্গে এক জরুরী বৈঠকে বসেন। পুরো ঘটনা আর পুঙ্খানুপুঙ্খ তিনি খতিয়ে রাখেন। এদিন এই বৈঠকে গত ৯ জানুয়ারির সেই প্রসূতি অপারেশনের  ঘটনায় যারা যারা যুক্ত ছিলেন তাদের সঙ্গে কথা বলেন তিনি।

সূত্র অনুযায়ী এই বৈঠকের পরেই তার মাতৃমা পরিদর্শন সেই সঙ্গে মৃত প্রসূতির পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে। পাশাপাশি তিনি SSKM গিয়ে বাকি অসুস্থ তিন প্রসূতিকে দেখে আসবেন বলে সূত্র অনুযায়ী জানা যায়।